আদাবরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের রাস্তার কাজ সঠিক নিয়ম মাফিক হচ্ছে কি না, দেখার জন্য সরেজমিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কাশেম এবং স্থায়ী বাসিন্দাদের সাথে নিয়ে রাস্তার প্রস্থতে সঠিকমাপ আছে কি না তা তদারকি করেন। তিনি ঠিকাদার ও বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলেন লেনশ্লোপ ব্যাপারে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সঠিক নিয়মে বেজমেন্ট নিচতলার ফ্লোর থেকে লেন শ্লোপ নিজ সীমানায় রাখার জন্য । এবং তিনি নিজে সকল রাস্তার নকশা পর্যবেক্ষণ করেন। এবং সঠিক নিয়মে কাজ করার নির্দেশ দেন।
Leave a Reply