পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ সোহেল রানা
দুমকিতে প্রতিষ্ঠিত তারুণ্যের ছোঁয়া (সেচ্ছাসেবী সংগঠন) একটা মানবসেবামূলক সংগঠন। তারুণ্যের ছোঁয়া (সেচ্ছাসেবী সংগঠন) এ সংগঠনটি কাজ করে যাচ্ছে,দুমকী উপজেলার মাটি ও মানুষের স্বার্থে।
সেচ্ছাসেবী সংগঠন টি ২০১৯ সালে এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়।এ সংগঠনের প্রধান উদ্দেশ্য দারিদ্র্য মেধাবী ও এতিম অসহায় শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এই সংগঠন থেকে বিভিন্ন ধরনের মানবসেবা ও সমাজসেবামূলক কাজ করা হয়। যেমনঃ রক্তদান,অসহায়দের খাদ্য সহায়তা প্রদান,বৃক্ষরোপণ এছারাও বিভিন সামাজিক কাজ করে থাকে।
এই সংগঠনটি দুমকি, পটুয়াখালী, বাউফল এবং বরিশালসহ বিভিন্ন এলাকায় রক্তদান করে থাকে।এর প্রথম উদ্যোগ ছিল ৪০-৫০টি প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিছন্ন রাখার জন্য ময়লা ফেলার ঝুরি বিতরণ করা, যা সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে।
সংগঠনটি সামনে নিয়ে যাওয়ার জন্য নিরালশ ভাবে পরিশ্রম করে যাচ্ছে এ সংগঠনের ভলান্টিয়ারগন। সংগঠনের পরবর্তী উদ্যোগ হল ১০০-১২০ জন দারিদ্র্য মেধাবী ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১০০- ১২০ রিম কাগজ এবং ৩০০০ হাজার কলম বিতরণ। যা সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে।
করোনা কালীন সময়ে প্রায় ১০০-১২০ টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং করোনা ঝুঁকি ও সচেতনতা সৃস্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে সাবানসহ পানির ড্রাম দিয়েছিল।
যা সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে।
ঈদুল ফিতরের সময় ইদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১৫০-১৭০ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে। যা সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে।
তারুণ্যের ছোঁয়া (সেচ্ছাসেবী সংগঠন) থেকে বৃক্ষরোপণ এর প্রোজেক্ট গ্রহন করা হয়েছে।খুব শিগ্রই বাস্তবায়ন হবে।
আমরা দুমকীর সন্তান, দুমকী উপজেলা আমাদের গর্ব।
আপনিও চাইলে এ মহৎ কাজে শরিক হতে পারেন।
সবাইকে তারুণ্যের ছোঁয়া (সেচ্ছাসেবী সংগঠনে) এর পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ রইল।
Leave a Reply