ঢাকা, ২৪শে সেপ্টেম্বর-২০২০ইং বৃহস্পতিবার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেন্টু’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি এস.এম ফয়সল চিশতী।
তিনি আজ এক বিবৃতিতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের ফুটপাতে বসানো বিভিন্ন দোকানের অবৈধ অংশ সরকারী নির্দেশনা অনুযায়ী দখলমুক্ত করতে গেলে জনৈক তরিকুল ইসলাম লোকজন নিয়ে সরকারী উচ্ছেদ অভিযানে বাঁধা দেন এবং উল্টো তিনিই বাদী হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম সেন্টু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন, যাহা অনাকাঙ্খিত ও দুঃখজনক।
জনাব চিশতী, অবিলম্বে এলাকার দীর্ঘদিনের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম সেন্টু’র বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগটি প্রত্যাহার পূর্বক মিথ্যা মামলা দায়েরকারী বাদী।
Leave a Reply