আগামীকাল রবিবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। অন্যান্যবার এই ক্যাম্পেইন একদিনে পরিচালনা করা হতো। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ দিনব্যাপী (৪-১৭ অক্টোবর) পরিচালিত হবে। এ সময় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।
আপনার শিশুকে ডিএনসিসির নিকটস্থ স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে অথবা ক্যাম্পেইন উপলক্ষে স্থাপিত অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
Leave a Reply