বগুড়া জেলার অন্তর্গত আদমদীঘি উপজেলার কড়ই মোহাম্মদ কাবিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র মজুমদার এর অবৈধ কার্য পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানর দাতা মোঃ ফরহাদ হোসেন একটি অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে দাখিল করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক-৩ জনাব কাওছার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি তদন্ত করে জরুরী ভিত্তিতে সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন দাখিল করার জন্য আঞ্চলিক উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী কে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন।বরখাস্তকৃত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র মজুমদার এর ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা নিকট আরো অনেক অভিযোগ রয়েছে তিনি বিদ্যালয়ের জাল স্বাক্ষর এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করেছেন। এ বিষয়ে বগুড়া জেলা জজ কোর্টের দুইটি মামলা রয়েছে। এবং তিনি এক মাস জেল হাজতে ছিলেন। বর্তমানে তিনি একটি সাজানো কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ বাণিজ্যের জন্য মরিয়া হয়ে উঠেছেন এ ব্যাপারে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। তিনি বিদ্যালয়ের নানা অপকর্মের সঙ্গে জড়িত। বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জনাব ইউনুস আলী টুকু জানান বিদ্যালয়ের দানকৃত জমি বন্ধক রেখে টাকা আত্মসাৎ করেছেন।
Leave a Reply