(পটুয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীতে নারী নিপীড়নের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে দুমকি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগ ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের নির্দেশ ক্রমে আজ বুধবার সন্ধ্যায় ৭টার দিকে বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়। এতে দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শরীফ সহ সংগঠনটির কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জানা যায়, দুমকি উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে শুরু হয়। এসময় কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেকের হাতে একটি করে মোমবাতি ছিল।
আলোক প্রজ্জ্বলন শুরুর আগে দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন বলেন, ধর্ষকের কোন দল-মত নেই। সে যেই হোক না কেনো আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা তাদের বিরুদ্ধে আলোক প্রজ্জ্বলন করে সেই বার্তাটি দিতে চাই।
Leave a Reply