বাংলাদেশ মানবাধিকার কমিশন, নওগাঁ জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এবং নওগাঁর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সদস্যবৃন্দ সম্মিলিতভাবে একত্রিত হয়ে অনুষ্ঠিত সকল প্রকার নির্যাতন ও ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি ৭ই অক্টোবর বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় নওগাঁর সরিষাহাটি মোড়ে অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন মানবতাবাদী অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টুকর্মসূচির সঞ্চালনা করেন মানবতাবাদী চন্দন দেবওমানবতাবাদী মৌসুমী সুলতানা শান্তদাবি সমূহ :*সকল ধর্ষকদের জন্য দ্রুত আইনে বিচার নিশ্চিত করন*ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করন*বাংলাদেশের প্রত্যেক উপজেলায় ধর্ষণের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জোরালো ভূমিকা নিশ্চিত করুনযে সকল সংগঠন এই মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ব্যানারসহ / ব্যানার ব্যতীত অংশগ্রহণ করেন :*বাংলাদেশ মানবাধিকার কমিশন, নওগাঁ জেলা*বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), নওগাঁ জেলা শাখা*রোটারাক্ট ক্লাব নওগাঁ*এপেক্স ক্লাব অব নওগাঁ*জহির রায়হান চলচ্চিত্র সংসদ, নওগাঁ*বেলা শেষে*ভালোবাসি নওগাঁ গ্রুপ, নওগাঁ*অনির্বাণ, নওগাঁ*নৃত্য রং একাডেমি, নওগাঁ*লাঠি-বাঁশি ব্যবসায়ী বন্ধন সমিতি, নওগাঁ*নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন সংস্থা, নওগাঁ*নওগাঁ থিয়েটার, নওগাঁ*বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, নওগাঁ জেলা সংসদ*স্বপ্নসারথী পাবলিক লাইব্রেরী, নওগাঁ*বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, নওগাঁ*জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নওগাঁ*বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, নওগাঁ*বিডি ক্লিন, নওগাঁ*লেটো সঙ্গীতায়ন, নওগাঁ*প্রথম আলো বন্ধুসভা, নওগাঁ*সমকাল সুহৃদ সমাবেশ, নওগাঁ*ঘাতক দালাল নির্মূল কমিটি, নওগাঁ *নওগাঁ ভলেন্টিয়ার্স*বসুন্ধরা কম্পিউটার, নওগাঁ*সোশ্যাল ইনোভেশনটিম, নওগাঁ*সবুজ বাংলাদেশ, নওগাঁ*ইমপ্যাথি ভলেন্টিয়ার গ্রুপ, নওগাঁ*কথোপকথন অনলাইন গ্রুপ, নওগাঁ*একুশে উদযাপন পরিষদ নওগাঁ*সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন, নওগাঁ জেলা*নবীন সমাজ উন্নয়ন সংস্থা, নওগাঁ*ভাষাসৈনিক ডাক্তার মঞ্জুর সাংস্কৃতিক পরিষদ, নওগাঁ*ছাত্র জনতা সংগ্রাম পরিষদ, নওগাঁ*এডভোকেট বার অ্যাসোসিয়েশন, নওগাঁ*খেলাঘর আসর, নওগাঁ*বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, নওগাঁ*নওগাঁ সেবাশ্রম*মানবিক বাংলাদেশ সোসাইটি, নওগাঁ *হরিজন সম্প্রদায় ,নওগাঁ*বাংল।
Leave a Reply