পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা-ইলিশ শিকারের অপরাধে মো. আরিফুর রহমান (২৫) ও মো. নুরুজ্জামান (৩৭) নামের দু’জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত সাড়ে ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচার বসিয়ে আটক জেলেদের প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এর আগে মৎস্য বিভাগের চলমান অভিযানে সোমবার সন্ধ্যায় উপজেলার পাতাবুনিয়া সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ওই দুই জেলেকে আটক করা হয়।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. আল ইমরান জানান, এ অভিযান ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে ছাড় দেয়া হবে না।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদের মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে। দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে।
Leave a Reply