দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ রাকিব খান
পটুয়াখালীর দুমকির পাগলার মোড়( ইউনিভার্সিটি স্কয়ার) সংলগ্ন এলাকা থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মোঃ রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার(১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই সঞ্জীব, এসআই মাসুদ ও কনস্টেবল আলমগীরের সমন্বয়ে একটি টিম লেবুখালীর পাগলার মোড় এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাদক বহনকারী ওই যুবককে আটক করে। আটক যুবক রাকিবুল ইসলাম পটুয়াখালী সদর থানার ২ নম্বর বাঁধঘাট এলাকার খান ভিলার বাসিন্দা তার পিতার নাম মোঃ খলিলুর রহমান। দুমকি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এসময় তিনি আরও বলেন, “মাননীয় আইজিপি স্যার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই আলোকে বরিশাল রেঞ্জের ডিআইজি স্যার ও পটুয়াখালীর পুলিশ সুপার স্যারের সার্বিক দিক-নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দুমকি থানা পুলিশ। এদিকে মাদকবিরোধী বেশকয়েকটি সফল অভিযানের কারণে দুমকি থানা পুলিশের ভূয়শী প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply