দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ঃ রাকিব খান
পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের কাল্পনিক তথ্যে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঁশবুনিয়া মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন।
শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রধান শিক্ষককে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে পাংগাশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর সিকদার, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন বলেন, স্থানীয় একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিহীন অভিযোগের মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। বাস্তবে ওই সংবাদের অভিযোগকারী ও ভিকটিমের (স্কুলছাত্রী) কোনো অস্তিত্ব নেই। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। চক্রটি তথাকথিত কতিপয় হলুদ সাংবাদিক ব্যবহার করে এ জঘন্যতম মানহানিকর কাজটি করেছে।
তিনি আরও বলেন, আপনাদের অনুসন্ধানী চোখে এ ষড়যন্ত্রকারী গ্রুপের মুখোশ উন্মোচন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য যারা এমন জঘন্য নিন্দনীয় কাজটি করে চলেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, ১৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ৪ ডিসেম্বর ওই পত্রিকায় সংবাদটির প্রতিবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে স্থানীয় পত্রিকা ও কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদটি প্রকাশিত হলে বিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
Leave a Reply