দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ রাকিব খান
পটুয়াখালীর দুমকিতে করোনা (কোভিড-১৯) দ্বিতীয় ধাপের সংক্রমন রোধে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের আইন অমান্য করায় ইব্রাহিম হোসেন (২১) নামের এক আলফা চালককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে উপজেলা শহরের বিশ্ববিদ্যালয় স্কয়ার, নসিব সিনেমা চত্তর, থানা ব্রিজ এলাকায় করোনা সংক্রমণ রোধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নসীব সিনেমা চত্বরে এক আলফা(সিএনজি)কে দাঁড়ানোর জন্যে সংকেত দিলে আলফা না থামিয়ে উল্টো দ্রুত বেগে চালিয়ে যায়। সাথে সাথে ধাওয়া দিয়ে আলফা আটক করে চালককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ। একইসাথে মাস্ক না পরায় পথচারী, অটোবাইক চালক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর ৩৫ব্যক্তিকে জরিমানা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশা প্রদান করেন।
Leave a Reply