ঢাকা, সোমবার, ০৭ জুন, ২০২১।
সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু দিবস ১৪ জুলাইয়ে নির্বাচন কমিশন কর্তৃক উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আজ সন্ধ্যায় কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের এক মতবিনিময় সভা জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু দিবসে নির্বাচন কমিশন কর্তৃক উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করায় জাতীয় পার্টির সকল নেতাকর্মীর সাথে সাথে দেশবাসীও মর্মাহত ও ক্ষুদ্ধ। তিনি ১৪ জুলাইয়ের পরিবর্তে অন্য যে কোনো সুবিধাজনক দিনে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই তারিখ পরিবর্তনে বাধ্য করবে বলে হুশিয়ারি প্রদান করেন।
সভায় উপস্থিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেন- ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু দিবসে উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন চরম খামখেয়ালিপূর্ণ আচরণ করেছে যা নির্বাচন কমিশনের জন্য একটি কলংকজনক উদাহরণ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম আসিফ শাহরিয়ার এর আহ্বানে আয়োজিত এবং যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব হেনা খান পন্নী, পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক ড. নূরুল আজহার শামীম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, জাতীয় আইনজীবী ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক এড. জহিরুল ইসলাম, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক ভুইয়া, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকার, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুন, জাতীয় সৈনিক পার্টির সদস্য সচিব নিজাম উদ্দিন সরকার, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব মো: আলাউদ্দিন, জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, জাতীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক এমদাদুল হক রনি। এছাড়াও মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, শেখ সারওয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা- জিয়াউর রহমান বিপুল, মিনি খান, মো: আরিফুল ইসলাম রুবেল প্রমুখ।
(মাহমুদ আলম)
যুগ্ম-দফতর সম্পাদক
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মোবাইল : ০১৯১১-৪৪৪৮৮৭
Leave a Reply