মেয়রের ঘোষণা ছিল, যে ওয়ার্ড সবার আগে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করতে পারবে, ওই ওয়ার্ডের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। সেই ভিত্তিতে পাঁচটি ওয়ার্ডকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের কাজে প্রথম হয়েছে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর আওতাধীন মোহাম্মদপুর এলাকার ৩১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে আছেন শফিকুল ইসলাম সেন্টু। বেলা ২টা ৫৫ মিনিটের মধ্যে এই ওয়ার্ডের বর্জ্য অপসারণের কাজ শেষ হয়।
কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, ‘এত খুশি লাগছে যে এই দুঃসময়ে এমন একটি স্বীকৃতি পাচ্ছি। এর পেছনে আমার ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন ক্লাব, বাড়ি মালিক সমিতি, সমাজকল্যাণ কমিটি, স্কুল, মাদ্রাসা ও মসজিদ কমিটি এবং সর্বোপরি সাধারণ জনগণের সম্পৃক্ততায় এটি সম্ভব হয়েছে।
কোরবানীর বর্জ্য দ্রুত অপসারনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ টি ওয়ার্ডের মধ্যে ৩১নং ওয়ার্ড প্রথম স্থান অর্জন করায় ৩১নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী, ট্রাক ড্রাইভার ও লেবারসহ মোট ১২১ জনের মাঝে পুরস্কার হিসেবে ২০০০ (দুই হাজার) টাকা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম সেন্টু, কাউন্সিলর ৩১নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোঃ মাসুদ স্যার, জোনাল অফিসার, জোন-৫ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ মফিজুর রহমান ভূইয়া স্যার উপ প্রধান বর্জ্য ব্যাবস্থাপনা কর্মকর্তা সহ আরো অনেকে।
Leave a Reply