দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে বসতঘরের বারান্দা মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইলিয়াছ হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম আঙ্গারিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইউসুব হাওলাদারের ছেলে মো. ইলিয়াছ হাওলাদার (৩৫) ঘটনার সময় বসতঘরের বারান্দা সংস্কারের কাজ করার জন্য বিদ্যুতের ওয়ারিং স্থানান্তরকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরিবারের লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্বজনরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়। কারো অভিযোগ না থাকায় পরিবারিক সিদ্ধান্তে লাশ দাফনের প্রস্ততি চলছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, লোকমুখে খবর পেয়েছি তবে, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply