নীলফামারী প্রতিনিধি।রে
আজ নীলফামারীর জেলার জলঢাকা উপজেলাস্থ ডালিয়া রোডে রিমু হোটেল এর সামনে প্রকাশ্যে জনসম্মুখে মহুবর নামের একজনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই এলাকার মাদকাসক্ত, প্রতারক ও বকরিচোর খ্যাত শরিফুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে। খুনের উদ্দেশ্যে অতর্কিত হামলা করায় মহুবর নামক ব্যক্তিটি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করায়। আহত মহুবর এখন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
খোঁজ নিয়ে জানা যায়, আহত মহুবরের সাথে শরিফুল ইসলাম প্রিন্সের পূর্বশত্রুতা ছিলো। তারই জের ধরে এই অতর্কিত হামলা। এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে। এই মুহুর্তে আহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয়রা জানায়, এই শরিফুল ইসলাম প্রিন্স একসময় টোকাই ছিলো। মানুষের সাথে প্রতারণা ও চুরি করেই দিন চলত তার। এমনকি তার নামে একাধিকবার ছাগল চুরিরও অভিযোগ পাওয়া যায়। বর্তমান সময়ে স্থানীয় এমপির ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠতে শুরু করে এই ছাগল চোর খ্যাত শরিফুল ইসলাম প্রিন্স। ক্ষমতার দাপটে একের পর এক অন্যায় করে যাচ্ছেন তিনি। অথচ দেখার কেউ নেই।
এব্যাপারে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জাতীয় পার্টির উপজেলা সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু জানান, আহত মহুবর একজন জাতীয় পার্টির ওয়ার্ড পর্যায়ের নেতা। আমার সামনেই মহুবরকে প্রিন্স নামক এই সন্ত্রাসী উপর্যুপরি মারতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসলে অভিযুক্ত প্রিন্স পালিয়ে যায়। আমরা এব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। আশা করি দ্রুতগতিতে প্রশাসন পদক্ষেপ নিবে।
Leave a Reply