প্রতিবেদকঃ মোঃ মিজানুর রহমান
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর থাবায় বেগমগঞ্জ ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। গ্রামের পর গ্রাম প্রতিদিন আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। অনেকে ঘরবাড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। ইউপি মেম্বার জামাল উদ্দিন মুঠোফোনে জানান ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ ফেলার কথা রয়েছে। ভাঙ্গনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেএলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, রাস্তা ও অন্যের জমিতে আশ্রয় নেওয়ার পরিবারগুলোর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সার্বিক সহায়তা দিতে হবে। চলমান ভাঙ্গল কালীন স্থানে দ্রুত বাঁধ নির্মাণ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বিশেষ আর্থিক সহায়তা দিতে হবে নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলো অধিগ্রহণ করে দ্রুত ভবন নির্মাণের ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয়ভাবে নদী ভাঙ্গন রোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
Leave a Reply