প্রতিবেদকঃ গোলাম মওলা সিরাজ, নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক পেয়ে দুপুর দুইটার পরে শুরু করেন প্রচারণা।
এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতীক নিতে আসেন প্রার্থীরা। উপজেলা চত্বর মিছিলে মিছিলে মুখরিত হয়।
আজ দুপুরে বাস স্ট্যান্ডের মামুন মাইক সার্ভিসে গিয়ে দেখা যায় প্রচারের জন্য প্রস্তুত করা হচ্ছে মাইক সেট। রিকশা ও অটোরিকশাতে বাঁধা হচ্ছে মাইক। শহরের ছাপাখানাতেও দেখা গেছে প্রার্থী ও সমর্থকদের ভিড়। সবাই পোস্টার ও লিফলেট তৈরিতে ব্যস্ত। গ্রামের ছোট হাট বাজারেও মিছিল মিটিং চলছে। চায়ের দোকানে বেড়েছে আড্ডা।
আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ১৪ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক পাওয়ার দিনে নেওয়াশী ইউনিয়নের চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এন্তাজ আলী মারা যাওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত থাকবে। নেওয়াশীতে সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যসহ অপর ১৩ ইউনিয়নের ভোট গ্রহণ হবে। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ‘ভোট গ্রহণের আগে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত বা ভোট বন্ধ থাকার বিধান রয়েছে। বাকি দুটি পদে ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান পদের পরবর্তীতে ভোট গ্রহণের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।
Leave a Reply