ঢাকা, মঙ্গলবার, ২৫ আগষ্ট-২০২০ : মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত সিআর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধে সিআর দত্তের বিরোচিত অবদান জাতি চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। দেশের প্রতি তাঁর মমত্ববোধ দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা মেজর জেনারেল (অবঃ) সিআর দত্ত সাফল্যের সাথে বাংলাদেশ রাইফেলস্, বিআরটিসি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল (অবঃ) সিআর দত্তের মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারালো।
মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ- এর প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
Leave a Reply