ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর -২০২০ : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত বিশ্বাস -এর বাবা বিশিষ্ট সমাজ সেবক জগদিশ চন্দ্র বিশ্বাস পরলোক গমণ করেছেন। তিনি আজ বেলা পৌনে ১০টার দিকে বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন। আজ দুপুরে বটিয়াঘাটা কেন্দ্রীয় মহাশশ্মানে জগদিশ চন্দ্র বিশ্বাস -এর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত বিশ্বাস -এর বাবা বিশিষ্ট সমাজ সেবক জগদিশ চন্দ্র বিশ্বাস -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত জগদিশ চন্দ্র বিশ্বাস -এর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত জগদিশ চন্দ্র বিশ্বাস ছিলেন অত্যান্ত পরোপকারী একজন মানুষ। খুব সাধারণ জীবন যাপনেও তিনি মানব সেবায় ছিলেন অতুলনীয়। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে জগদিশ চন্দ্র বিশ্বাস -এর অবদান সবার সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত বিশ্বাস -এর বাবা বিশিষ্ট সমাজ সেবক জগদিশ চন্দ্র বিশ্বাস -এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
Leave a Reply