কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তার গলায় ক্যান্সার ধরা পরলে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি হন। পরে ৫ সদস্যের মেডিকেল বোর্ড তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তর করে প্রাথমিক চিকিৎসা শুরু করে। তিনি বর্তমানে ক্যান্সার চিকিৎসক ডা: আব্দুল বারী ও ডা: রোকাইয়া সুলতানা রুমার অধিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ব্যাংকককে চিকিৎসা নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি। একেএম মাহমুদুর রহমান রোজেন ধারাবাহিকভাবে প্রায় ১৮ বছর থেকে অদ্যাবধি ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিষ্টার সহিত দায়িত্ব পালন করে আসছেন। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হলেও সর্বশেষ তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকায় সৎ ও স্পষ্টবাদী চেয়ারম্যান হিসাবে পরিচিত।
Leave a Reply