পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ সোহেল রানা
পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাফরুল্ল্যাহ্’র আত্মসাৎ করা ৪৫০ কেজি ত্রাণের সরকারি চাল জব্দ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। সোমবার সন্ধ্যায় স্থানীয়দের কাছে সরকারি চাল বিক্রির অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি অটো-রিকশা থেকে চেয়ারম্যানের বিক্রি করা ১৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন ভারপ্রাপ্ত ইউএনও। পরে ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বিক্রি করার উদ্দেশ্যে রাখা আরও ৩০০ কেজি চাল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় সোমবার মধ্যরাতে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন চেয়ারম্যানের দুই সহযোগী ইউপি সদস্য মাহফুজুর রহমান ও জাহিদ হোসেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মেহেদী হাসান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান সরকারী ত্রানের চাল জব্দ করার বিষয়টি স্বীকার করে জানান, এঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য নিতে ইউনিয়ন পরিষদ অফিসে গেলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ কে পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ইউপি চেয়ারম্যানের আত্মসাৎ করা চালগুলো মামলার আলামত হিসেবে বর্তমানে দুমকি থানার মালখানায় রাখা হয়েছে।
Leave a Reply