২২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি বিশেষ অভিযানিক দল রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিনিট্রাকে অভিনব কৌশলে বহনকৃত ২২টি ধানভর্তি বস্তা হতে ১৯৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ১। আফাজ উদ্দিন (৩৩) জেলা-টাঙ্গাইল এবং ২। মোঃ রুবেল মিয়া (২৭) জেলা-জামালপুর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল ক্রয় করে অভিনব ও নিত্য নতুন কৌশল যেমন- মিনিট্রাকে ধানভর্তি বস্তায় ফেনসিডিল বহনের মাধ্যমে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply