পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সোহেল রানা
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আ. বারেক মোল্লার পক্ষে প্রচারে অংশ নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। গতকাল শুক্রবার বিকেলে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠের উঠান বৈঠকে নাছিম ছাড়াও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কুয়াকাটা পৌর নির্বাচনের উত্তাপে পুড়ছে কুয়াকাটা। পরিস্থিতি সামলাতে পর্যটন কেন্দ্রের আবাসিক হোটেলগুলোতে পটুয়াখালী জেলার মানুষকে ২৬ ডিসেম্বর থেকে নির্বাচন পর্যন্ত কক্ষ বরাদ্দ দিতে নিষেধ করেছেন রিটার্নিং অফিসার।
এ ছাড়া জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ রয়েছে নৌকা প্রতীকের আ. বারেক মোল্লার পক্ষে মাঠে থাকা পৌরসভার বাইরের লোকদের বিরুদ্ধে। এসব অভিযোগে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর ভাই লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লাসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
এসব অভিযোগকে ভুয়া আখ্যা দিয়ে নৌকা প্রতীকের পক্ষে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম। এ সময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মদ ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৩টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠের উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আ. মান্নান, সাবেক সংসদ সদস্য ও পনিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমুখ।
Leave a Reply