প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টারিং করেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল ১১টার দিকে হল শাখার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা। আগামী ১ জানুয়ারি সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ ডিসেম্বর টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল শাখার নেতাদের কাছে পোস্টার বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে পোস্টার সাঁটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা ও আবাসিক হলসমূহ এবং হলের আশেপাশের এলাকাতে দলীয় পোস্টার সাঁটিয়েছে ঢাবির হল ছাত্রদলের নেতা-কর্মীরা। এর অংশ হিসেবে সোমবার শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এর আশেপাশে এলাকাতে পোস্টারিং করে সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদল। এ ব্যাপারে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “দীর্ঘ এর যুগ পরে জহুরুল হক হলে ছাত্রদলের পোস্টার লাগানো সম্ভব হল। আমরা চাই রাজনীতিতে এভাবেই ইতিবাচক পরিবর্তন আসুক। অন্যান্য হলে ছাত্রদলের পোস্টার ছিড়ে ফেলেছে ছাত্রলীগ। আশা করি এখানে সেরকম কোনো ঘটনা ঘটাবে না।”
Leave a Reply