পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেনিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১০ জানুয়ারি) রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে রাতেই ধর্ষক অমিত চন্দ্র শীল (১৯) কে গলাচিপার আমখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অমিত গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের হরিচন্দ্র শীলের ছেলে। মামলা সূত্রে জানা যায়, বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে অমিতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অমিত ঢাকার কেরানিগঞ্জ এলাকায় একটি সেলুনে নরসুন্দর হিসাবে বেতনভুক্ত কর্মচারী। গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) অমিত ঢাকা থেকে এসে ওই শিক্ষার্থীকে বিয়ের কথা বলে পটুয়াখালী পানামা হোটেলে নিয়ে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। হোটেল থেকে বের হয়ে ওই শিক্ষার্থী তার বাবাকে ফোন করে সব ঘটনা জানায়। পরে ওইদিন রাতেই তার বাবা ওই শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply