দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ রাকিব খান
পটুয়াখালীর দুমকিতে করোনা (কোভিড-১৯) দ্বিতীয় ধাপের সংক্রমন রোধে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে মাস্ক না পরায় ৩৫পথচারীকে জরিমানা করেছে।
শুক্রবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা শহরের বিশ্ববিদ্যালয় স্কয়ার, নসিব সিনেমা চত্তর, থানা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অটোচালক, ব্যবসায়ীসহ ৩৫পথচারীকে মাস্ক না পরায় ৫০টাকা থেকে সর্বোচ্চ ২শ’টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ পরিচালিত ভ্রাম্যাণ আদালতে মাস্ক না পরায় পথচারী, অটোবাইক চালক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর ৩৫ব্যক্তিকে জরিমানা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশা প্রদান করেন।
Leave a Reply