শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে জাতীয় ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় এর মানববন্ধন
দ্রুত ভ্যাক্সিনেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার(২৭মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করে সংগঠনটি।
জাতীয় ছাত্র সমাজ ঢাবির আহ্বায়ক ফকির আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সাঈদ লিয়ন এর সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির ছাত্রনেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে বক্তারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো মানবিক এবং শিক্ষার্থী বান্ধব হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার দাবি করেন।
মানববন্ধনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে মানববন্ধন দ্রুত শেষ করার তাগিদ দেয়। তার পরক্ষণেই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কয়েকজন এসে মানববন্ধনে বাধা দেয়ার চেষ্টা করলে জাতীয় ছাত্রসমাজের কর্মীরা তাদেরকে প্রতিহত ও রাজু ভাস্কর্য থেকে বিতাড়িত করে এবং জাতীয় ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মানববন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।মানববন্ধন এ প্রধান বক্তব্য রাখেন মো আল মামুন, সাধারণ সম্পাদক জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আরও বক্তব্য রাখেন আল আমিন সরকার কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক, ঢাবি আহবায়ক ফকির আল মামুন,ঢাবি সদস্য সচিব আবু সাইদ লিয়ন, ঢাকা মহানগর উত্তর জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব মো মোস্তফা সুমন, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য সামিউল সোহাগ,মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর উত্তর এর সদস্য মো সুমন,বাংলা কলেজ ছাত্রসমাজের নেতা মো আরিফ,আদাবর থানা জাতীয় ছাত্রসমাজের প্রচার সম্পাদক আকাশ সহ প্রমুখ।
Leave a Reply