সোমবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানায় উপস্থিত হয়ে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন ট্রাস্টের চেয়ারম্যানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ৬৩।
এসময় ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ স্যারের গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ নানা রকম মিথ্যা, বিভ্রান্তমূলক এবং তার সম্মানক্ষুন্ন করে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। যা আমাদের দলের জন্য অত্যন্ত মানহানিকর। এটি হেয় প্রতিপন্ন অবস্থার সৃষ্টি করেছে।
তিনি বলেন, এমন মানহানিকর এবং হেয় প্রতিপন্ন শব্দ কখনো কেউ মিডিয়ার সামনে বলতে পারে না। জিএম কাদের স্যার সমাজের এবং দেশের একজন সম্মানিত ও খ্যাতিসম্পন্ন লোক। তার বিরুদ্ধে এমন মানহানিকর ও হেয় করে কথা বলা কখনো জাতীয় ছাত্র সমাজ মেনে নিতে পারে না।
আল মামুন আরও বলেন, কাজী মামুনুর রশীদ বারবার অবৈধ চেয়ারম্যান বলে যেভাবে জিএম কাদের স্যারকে হেয় করে কথা বলছিলেন। এভাবে দলের চেয়ারম্যানকে হেয় করে কথা বলার মধ্যে আমরা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই দেখছি না। ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ আমাদের সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ স্যারের ফ্যামিলির মধ্যে একটি কোন্দল তৈরি করে দেওয়ার পাঁয়তারা করছেন।
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য এএম সামিউল আলম বলেন, এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ যেভাবে বারবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্যারকে ‘অবৈধ চেয়ারম্যান’ বলে হেয় করছিলেন। এটা আমাদের জন্য তথা আমাদের দলের জন্য মানহানিকর এবং লজ্জাজনক। এর জন্য আমরা আইনি পদক্ষেপ নিয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, আমাদের কাছে এমন একটি অভিযোগ এসেছে। অভিযোগের প্রেক্ষিতে আইসিটি আইনে একটি মামলা দায়ের হয়েছে। যেহেতু মামলা হয়েছে তাই এ বিষয়ে আমরা সকল আইনানুগ ব্যবস্থা নিবো।
Leave a Reply