হেদায়তুল(নয়ন)আদমদীঘি(বগুড়া)
বগুড়ার আদমদীঘির মুরইল-নশরৎপুর রাস্তা চলতি অর্থবছরে সংস্কার কাজ চললেও নশরৎতপুর বাজার মোড়সহ বেশ কয়েকটি স্থানে সড়কের মাঝে বিদ্যুতের খুটি দাঁড়িয়ে আছে। যে কোনো মূহুতে দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশংকা। জরুরীভাবে এই ৭/৮টি বিদুৎতের খুটি অপসারন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন সাধারন জনগণ।
আদমদীঘি উপজেলা এল,জি,ই,ডি অফিস সুত্রে জানাযায়, মুরইল-নশরতপুর রাস্তা ১২ ফুট থেকে থেকে ১৮ ফুট প্রসস্ত করে ৬.৬১০ কিলোমিটার সড়কটি কাজের ৯ কোটি ৮৭ হাজার টাকা অর্থ ব্যায়ে এই সড়কটি সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ বর্তমান ইটের খোয়া বালু ফেলে রোলার দিয়ে কাজ চলমান থাকলেও অদ্যবধি সড়কের মাঝে থাকা বিদুৎতের খুটি অপসারন করা হচ্ছে না। স্থানীয় দোকানদার সুব্রত শাহ(বাটু) বলেন, রাস্তার মাঝে বিদুৎতের খুটি রেখে সংস্কার কাজ করছে। ঠিকাদারকে বললে কোন কর্ণপাত করেন না। এরপর ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, রাস্তার মাঝে বিদ্যুতের খুটি অপসারন না করায় যানবাহন চলাচলে বিঘœ ঘটছে এমনকি দূর্ঘটনার আশংকা রয়েছে, যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রান নাশের ঘটনা ঘটতে পারে। অতি জরুরী ভিত্তিতে এই বিদ্যুতের খুটি অপসারন করে সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা প্রয়োজন।
এব্যাপারে উপজেলা নির্বাহি প্রকৌশলী সাজেদুর রহানের সাথে কথা বললে তিনি বলেন, মুরইল-নশরতপুর সড়কটি প্রসস্ত করে সংস্কারের কাজ করা হচ্ছে এবং বিদ্যুতে খুটি অপসারনের জন্য বিদুৎত অফিসে অবেদন দেয়া আছে অতি জরুরী ভাবে পিচ ঢালায়ের আগ মুহুর্তে বিদুৎতের খুটি অপসারন করা হবে।
সান্তাহার নেসকো লিঃ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহি প্রকৌশলী রোকনুজ্জামানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,বিদুৎতের খুটি অপসারন প্রসঙ্গে জানা নেই তবে আমাদের জানানো হলে তা ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply