গোপন সংবাদের ভিত্তিতে ২৯/১২/২০২১ তারিখ ১৩.১০ ঘটিকা হতে ১৫.১০ ঘটিকা পর্যন্ত র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম ও শাহ আলী থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রকাশ্যে চাঁদাবাজী করা কালে চাঁদাবাজীর নগদ ২৫,৮০০/- টাকা ও ০৮ টি মোবাইল সহ নিন্মোক্ত ০৭ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ(১) মোঃ বাদশা মীর (৩৯), জেলা-বরগুনা।(২) মোঃ উসমান (৪০), জেলা-চাঁদপুর।(৩) মোঃ আব্দুল মান্নান (৩৫), জেলা-মুন্সিগঞ্জ।(৪) রাম বাহাদুর (৫৭), জেলা- ঢাকা।(৫) মোঃ জাহিদ (৪২), জেলা- বগুড়া।(৬) মোঃ বাবু (৩২), জেলা- মানিকগঞ্জ।(৭) মোঃ আব্দুর রব @ মতিন (৭০), জেলা- ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত এলাকার পেশাদার চাঁদাবাজ। ধৃত আসামীরা সহ পলাতক অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামী পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বর্ণিত ঘটনাস্থলের বিভিন্ন দোকান হতে ২৫০/৩০০ টাকা এবং লেগুনা হতে ৭৫০/- টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি ও উক্ত স্থান হতে দোকান উঠিয়ে এবং লেগুনা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল।
Leave a Reply